| মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 42 বার পঠিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক সপ্তাহ বাকি। এমন অবস্থায় আগাম ভোট গ্রহণের জন্য ওয়াশিংটন ও ওরেগন অঙ্গরাজ্যে রাখা দুটি ব্যালট ড্রপ বাক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে শত শত ব্যালট নষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষের ধারণা, দুটি ঘটনার মধ্যে যোগসূত্র আছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৮ অক্টোবর) ভোরে ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে একটি ড্রপ বাক্সকে লক্ষ্যবস্তু করা হয়। কয়েক ঘণ্টা পর ওয়াশিংটনের ভ্যানক্যুভারে আরেকটি ড্রপ বাক্সে আগুন দেওয়া হয়।
অগ্নিসংযোগে ব্যবহার করা যন্ত্রগুলো ড্রপ বাক্সের বাইরে সংযুক্ত ছিল। ঘটনাটি তদন্তে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) সহায়তা চাওয়া হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়ে, ড্রপ বক্সের ভিতরে অগ্নিসংযোগকারী একটি ডিভাইস স্থাপন করা হয়েছিল। একে বিচ্ছিন্ন ঘটনা বলছে দেশটির পুলিশ।
কর্মকর্তারা ব্যালট জমা দেওয়াদের স্থানীয় নির্বাচন অফিসে যোগাযোগ করতে বলেছেন।
Posted ১২:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
manchitronews.com | Staff Reporter