রবিবার ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হাউস অব রিপ্রেজেন্টেটিভ দখলে নেওয়ার পথে ট্রাম্প

  |   সোমবার, ১১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   78 বার পঠিত

হাউস অব রিপ্রেজেন্টেটিভ দখলে নেওয়ার পথে ট্রাম্প

ফাইল ছবি

কমলা হ্যারিসকে পপুলার ও ইলেকটোরাল কলেজ ভোটে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ট্রাম্প পেয়েছেন ৩১২টি। যার সুবাদে হোয়াইট হাউস ও মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেট দখলে নিয়েছেন ট্রাম্প। তবে এখনও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ দখলে নিতে পারেননি তিনি। তবে সে পথেই এগোচ্ছেন ট্রাম্প।

রিপাবলিকানরা অবশ্য হাউসের নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছে। কেননা, এটি হলে উভয় আইনসভা চেম্বারে আইন পাস করার জন্য তাদের ভোটের যথেষ্ট গুরুত্ব থাকবে। যা ডোনাল্ড ট্রাম্পকে তার এজেন্ডাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাড়তি সুযোগ দেবে।

অন্যদিকে নির্বাচনে হারলেও অন্তত সান্ত্বনা হিসেবে হাউসের নিয়ন্ত্রণ নিতে পারে ডেমোক্র্যাটরা। যা ট্রাম্পের একচেঁটিয়া আইন পাসে বাধা হয়ে দাঁড়াতে পারে। ট্রাম্পকে ঠেকানোর সম্ভাব্য শেষ উপায় এটি। এখন দেখার অপেক্ষা এখানেও বিজয়ী হন কিনা ট্রাম্প। নিন্মকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ দখলে নিতে ৪৩৫টি আসনের মধ্যে ২১৮টি আসন পেতে হয়। যেখানে এরই মধ্যে ২১৪টি আসন পেয়েছেন ট্রাম্প।

অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ২০৩টি আসন। এখনও ১৮টি আসন বাকি থাকায় ট্রাম্পের জোর সম্ভাবনা আছে প্রতিনিধি পরিষদেও জয় লাভ করার। কেননা, তার আর মাত্র ৪টি আসন পেতে হবে। অবশ্য শেষ মুহূর্তে পাশার দান পাল্টে দিতে পারেন কমলাও। এছাড়া ডেমোক্র্যাটদের হাতে ট্রাম্পের কর্তৃত্ব ঠেকানোর আর কোনো অপশনও বাকি নেই।

 

Facebook Comments Box

Posted ৯:১২ পূর্বাহ্ণ | সোমবার, ১১ নভেম্বর ২০২৪

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!