শুক্রবার ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র মাতাচ্ছে আর্টসেল

  |   শনিবার, ১৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   186 বার পঠিত

যুক্তরাষ্ট্র মাতাচ্ছে আর্টসেল

সংগৃহীত ছবি

রজতজয়ন্তী উদযাপনে এরই মধ্যে মার্কিন মুল্লুকে পাড়ি জমিয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। তাদের পথচলার ২৫ বছরে সেখানের ডেনভার শহরে আজ ১৯ অক্টোবর কনসার্ট করবে তারা। এরইমধ্যে যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোড়ন ফেলেছে দলটি। গত ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পারডু বিশ্ববিদ্যালয় থেকে প্রথম কনসার্ট করে আর্টসেল।

ভার্জিনিয়াতে ২২ সেপ্টেম্বর দ্বিতীয় কনসার্ট এবং ২৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেস শহরে তৃতীয় কনসার্ট অনুষ্ঠিত হয় তাদের। এরপর ৫ ও ১১ অক্টোবর ডালাস ও হিউস্টনে এবং ১৪ অক্টোবর ফিলাডেলফিয়াতে কনসার্ট করে দলটি। এবার ডেনভার শহর মাতাবে লিংকন-ফয়সালরা।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে দেশের এক গণমাধ্যমে আর্টসেলের ব্যান্ডের লিড গিটারিস্ট ফয়সাল বলেন, যুক্তরাষ্ট্রে আমরা এরই মধ্যে সাতটি কনসার্ট করেছি।

শ্রোতাদের কাছ থেকে অভাবনীয় ভালোবাসা পাওয়ার পাশাপাশি প্রতিটি শো শ্রোতাদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যাচ্ছে। এমন একটি অভিজ্ঞতা আমাদের সত্যিই মুগ্ধ করছে। কারণ, যুক্তরাষ্ট্রে এর আগে আমরা কখনও কনসার্ট করিনি। প্রথমবার এসে এত ভালোবাসা পাব তা সত্যিই কল্পনা করিনি।

তিনি আরও বলেন, আগামী ২৩ অক্টোবর আর্টসেলের ভার্জিনিয়াতে শ্রোতাদের অনুরোধে আরও একটি কনসার্ট করবে। এ ছাড়া ২৬ অক্টোবর নিউইয়র্ক কনসার্টের মধ্য দিয়ে শেষ হবে যুক্তরাষ্ট্র সফর। এরপর ২৯ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

১৯৯৯ সালে প্রথম অভিষেক হয় জনপ্রিয় এই ব্যান্ড দলের। কয়েকজন সংগীতপ্রেমী যুবক মিলে যাত্রা শুরু করেন আর্টসেলের।

২০০৬ সালে ‘অনিকেত প্রান্তর’ শিরোনামে প্রকাশিত হয় তাদের দ্বিতীয় অ্যালবাম। এর দীর্ঘ ১৭ বছর পর গত ২৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে তাদের তৃতীয় অ্যালবাম ‘অতৃতীয়’। কনসার্ট মাতানোর কারণে বেশ খ্যাতি রয়েছে দলটির।

Facebook Comments Box

Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!