
| বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 364 বার পঠিত
প্রতীকি ছবি
প্রতি তিন জনে একজন কিংবা যুক্তরাষ্ট্রের ৩৩% বয়ষ্ক মানুষ তিনটি কিংবা তারও বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন, যা তাদের হৃদরোগের দিকে ঠেলে দিতে পারে। কিংবা হতে পারে কিডনি রোগ কিংবা মেটাবোলিক ডিসওর্ডার। টাইপ ২ ডায়াবেটিস ও ওবিসিটিকে এই মেটাবোলিক ডিসওর্ডারের প্রধান দুটি হিসাবে দেখা হয়। আর যুক্তরাষ্ট্রের তরুণ জনগোষ্ঠীর মধ্যে এর প্রবণতা মারাত্মক হারে বাড়ছে।
এক বিবৃতিতে এএইচএ এসব কথা জানিয়েছে। বলা হয়েছে সিকেএম সিনড্রম শরীরের যে কোনো প্রধান অঙ্গের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যার অন্তর্ভুক্ত হতে পারে হৃদযন্ত্র, কিডনি, মস্তিষ্ক ও যকৃৎ। বিশেষ করে হৃদযন্ত্রের ওপর এই প্রভাব সবচেয়ে বেশি হতে পারে। এছাড়াও রক্তনালী, হৃদযন্ত্রের পেশি এবং চর্বিযুক্ত আর্টারিগুলোতে এর প্রভাব থাকে।
এএইএ এ ব্যাপারে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে। স্বাস্থ্যসেবা পেশাজীবি ও সাধারণ মানুষ সকলের মাঝেই এই সচেতনতা জরুরি।
Posted ৯:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
manchitronews.com | Pabitra talukder