
| বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 812 বার পঠিত
যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত ও জনপ্রিয় সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। ৮৮ বছর বয়স হয়েছিল তার। আদালতে তার দয়া ও সহানুভূতির জন্যই তিনি পরিচিত ছিলেন ‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে। প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত ছিলেন ফ্রাঙ্ক।
তিনি রোড আইল্যান্ডের প্রভিডেন্স মিউনিসিপ্যাল আদালতে প্রায় ৪০ বছর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এরআগে, কখনো জুতা পালিশ, সংবাদপত্র বিলি, দুধ ডেলিভারি ট্রাকে হেল্পার হিসেবেও কাজ করেন এই মানুষটি। ২০২৩ সালের জানুয়ারি মাসে তিনি অবসরে যান। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভূগছিলেন। ফ্রাঙ্ক ক্যাপ্রিওর বিচার-ধরন নিয়ে তৈরি টেলিভিশন সিরিজ ‘কট ইন প্রভিডেন্স’ বিশ্বজুড়ে এখনো ব্যাপক জনপ্রিয়।
মৃত্যুর একদিন আগেও নিজের শারীরিক পরিস্থিতি জানিয়ে সবাইকে প্রার্থনার অনুরোধ করেছিলেন তিনি। বিচারক ফ্রাঙ্কের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে যুক্তরাষ্ট্রে।
১৯৮৫ সালে রোড আইল্যান্ডে বিচারক হিসেবে নিয়োগ পান ফ্রাঙ্ক ক্যাপ্রিও। তবে আদালত কক্ষের ভেতরে-বাইরে নিজের মানবিক আচরণ দিয়ে লাখো মানুষের মন জয় করেছেন। এমনকি বিশ্বের সবচেয়ে ভালো বিচারক আখ্যাও দেয়া হয় তাকে।
২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ‘কট ইন প্রভিন্স’ নামে টেলিভিশন শো’তে অংশ নেন ফ্রাঙ্ক। যা তুমুল খ্যাতি এনে দেয় তাকে। এমি অ্যাওয়ার্ডসের জন্যও মনোনীত হয় অনুষ্ঠানটি। ১৯৩৬ সালের ২৩ নভেম্বর জন্ম নেয়া ক্যাপ্রিও বড় হয়েছেন প্রভিডেন্স, রোড আইল্যান্ডে। প্রায় ৫০ বছর পর সেখানেই পৌর আদালতের বিচারক হন তিনি।
Posted ১০:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
manchitronews.com | Staff Reporter