| শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 192 বার পঠিত
নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের পার্কচেস্টারে প্রাইভেট কারের ধাক্কায় মারা গেছেন ৭৫ বছর বয়সী এক বাংলাদেশি। নিহত ব্যক্তির নাম মো. মুহিবুর রহমান।
তিনি পেশায় ছিলেন একজন ইমাম। তিনি ব্রঙ্কসের টার্নবুল এভিনিউ-এর ক্যাসল হিল আইডিয়াল ইসলামিক সেন্টারে ইমামতি করতেন। ইতিপূর্বে তিনি দীর্ঘদিন পার্কচেস্টার জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ঘটনায় ব্রঙ্কসের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ইমাম মুহিবুর রহমানের দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বানিগ্রামে।
তিনি প্রায় ২০ বছর ধরে সপরিবারে ব্রঙ্কসে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন বলে জানা গেছে। তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন।
এদিকে নিহত ইমাম মুহিবুর রহমানের নামাজে জানাযা মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাদ এশা পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পারিবারিক সিদ্ধান্তে তার মরদেহ বুধবার নিউজার্সির মুসলিম কবরস্থানে দাফন করার কথা।
Posted ৫:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
manchitronews.com | Pabitra talukder