রবিবার ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আ’লীগ-বিএনপির হাতাহাতির ঘটনায় আটক ১

  |   মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   201 বার পঠিত

আ’লীগ-বিএনপির হাতাহাতির ঘটনায় আটক ১

সংগৃহীত ছবি

জাতিসংঘের চলতি ৭৮তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি’র নেতা-কর্মীরা বিমানবন্দরে পাল্টাপাল্টি সমাবেশ করেছ। প্রধানমন্ত্রীর আগমনের দিন রোববার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেএফকে বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল এলাকায় পৃথক পৃথকভাবে সমাবেশ দুটি চলে।

উভয় সমাবেশে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী অংশ নেন এবং এসময় কড়া নিরাপাত্তা রক্ষায় ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি ছিলো লক্ষনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত ১০টার দিকে নিউইয়র্ক একে পৌছেন। এদিকে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ চলাকালীন সময়ের এক পর্যায়ে বিএনপির এক কর্মী ছাত্রলীগের কর্মীর উপর চড়াও হলে বিএনপি’র ওই কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলা জানা গেছে। খবর ইউএনএ’র।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিমানবন্দরে স্বাগত সমাবেশ আর বিএনপির নেতা-কর্মীরা শেখ হাসিনা সরকারের তাদের ‘ভাষায় অগণতান্ত্রিক কর্মকান্ড ও নিপিড়ন-নির্যাতন, হামলা-মামলা, গুম-খুন এবং ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আঁকড়ে থাকা’র প্রতিবাদে বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচি পালন করে। এসময় দুই দলের নেতা-কর্মীরা দলীয় ব্যানার, ফেস্টুন হাতে প্লাল্টাপাল্টি শ্লোগানে মুখরিত হয়ে উঠে বিমানবন্দর।

এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ,  সিনিয়র সহ সভাপতি এম ফজলুর রহমান, ড. প্রদীপ কর, ডা. মাসুদুল হাসান, জয়নাল আবেদদীন, সামসুদ্দীন আজাদ, লুৎফুল করীম, নিজাম চৌধুরী, আইরীন পারভিন, মহিউদ্দিন দেওয়ান বিপুল সংখ্যক নেতা-কর্ম ী উপস্থিত ছিলেন।

এদিকে জ্যাকসন হাইটসে হাতাহাতি ও ধাক্কাধাকির ঘটনা ঘটে। অপরদিকে জেএফকে বিমানবন্দরে পাল্টাপাল্টি সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি’র নেতা-কর্মীরা রাতে জ্যাকসন হাইটসে সমবেত হয়। স্থানীয় বাংলাদেশ স্ট্রীটে (৭৩ স্টীট)-এর নবান্ন রেষ্টুরেন্টের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আর বিএনপি’র নেতা-কর্মীরা ডাইভারসিটি প্লাজায় সমবেত হওয়ার পর বিএনপি সরকার বিরোধী শ্লোগান দিয়ে বাংলাদেশ স্ট্রীট দিয়ে যাতায়াতের সময় উভয় দলের নেতা-কর্মীদের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে হাতাহাতি-ধাক্কাধাকির ঘটনা ঘটে। এসময় সিটি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। হাতাহাতি-ধাক্কাধাকির ঘটনায় কেউ আহত হয়নি। তবে বিএনপির এক র্কমীকে আটক করে স্থানীয় পুলিশ।

Facebook Comments Box

Posted ৮:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!