| বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 206 বার পঠিত
রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্বামী প্রখ্যাত সাংবাদিক বজলুর রহমানের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ মতিয়া চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীতে দুই দফা জানাজা শেষে জাতীয় সংসদের সাবেক উপনেতা ও সাবেক এ মন্ত্রীকে দাফন করা হয়।
বাংলাদেশের রাজনীতিতে ‘অগ্নিকন্যা’খ্যাত মতিয়া চৌধুরী ৮২ বছর বয়সে গত বুধবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারের পক্ষ থেকে তাঁকে দাফনের জন্য শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে নতুন জায়গা চাওয়া হয়েছিল। তবে সিটি করপোরেশন তাতে সাড়া না দেওয়ায় শেষ পর্যন্ত স্বামীর কবরে তাঁকে দাফন করা হয়।
বৃহস্পতিবার সকালে মতিয়া চৌধুরীর কফিন রাজধানীর রমনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসভবনে নেওয়া হয়। সেখানে প্রথম জানাজায় পরিবারের সদস্যরা ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা অংশ নেন। এ সময় আওয়ামী লীগের ব্যানারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর পর দৈনিক সংবাদ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।
Posted ২:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
manchitronews.com | Staff Reporter