বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

চোখে কম দেখছেন, বুঝবেন যেভাবে?

  |   শনিবার, ১২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   204 বার পঠিত

চোখে কম দেখছেন, বুঝবেন যেভাবে?

প্রতীকি ছবি

দৈনন্দিন জীবনে আমরা কি কখনও একবার ভেবেছি, চোখে কম দেখি কিনা? কখনও পালা করে চোখ বন্ধ করে দেখার চেষ্টা করেছি, কোন চোখে আমরা কেমন দেখি? ৯৯ শতাংশ লোকই বলবেন– কই, দেখিনি। কম দেখা নির্ভর করে বয়স অনুসারে। শৈশব, কৈশোর ও যৌবন, মাঝ বয়স আর বেশি বয়স। শৈশব (২-১০) বছর। এই বয়সে অনেক শিশুই চোখে কম দেখে। তখন পিতামাতা অনেকে গ্রাহ্য করেন না।

বোঝার লক্ষণ
শিশু চোখ পিটপিট করে বা ছোট করে যে কোনো জিনিসপত্র কাছে এনে দেখছে; যে কোনো চোখ ট্যারা, টেলিভিশনের কাছে বসে। স্কুলের শিক্ষক-পিতামাতা ধরতে পারবেন যদি সচেতন হন।

কৈশোর যৌবন (১০-২১)
এ সময় জ্ঞান ও বুদ্ধিসত্তার কারণে তারা সহজেই বুঝতে পারে কম দেখা। তাদের অভিভাবক বা পিতামাতাকে সমস্যার কথা বলে।
মাঝ বয়স (৩০-৫০)

এ সময় একজন প্রাপ্তবয়স্ক মানুষ সহজেই তাঁর সমস্যা বুঝতে পারেন এবং চিকিৎসা নেন। বিশেষ করে ৩৫-৪৫ বয়সে কাছে কম দেখা।
বেশি বয়সে (৫০-৮০)

সাধারণত এ সময় সবাই বেশি কম দেখেন। বেলা বাড়লে বেশি কম দেখেন বা আলোর পাশে রংধনুর রং, হাঁটার সময় আশপাশের কাউকে দেখা না গেলে বা চোখের যে কোনো রোগের জন্য ঝাপসা দেখা– এগুলো চোখের বিশেষ লক্ষণ। এ ছাড়া–

১. দূরে কম দেখা;
২. কাছে কম;
৩. দূরে-কাছে দুটি মিলিয়েই কম দেখা ইত্যাদি।
আমরা কেন কম দেখি

কম দেখার প্রধান কারণ চোখের প্রতিসরণ সমস্যা। বহির্বিশ্বের সব ছবি চোখের বিভিন্ন স্তর ভেদ করে পেছনের রেটিনায় পড়ে এবং সেখান থেকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে মাথার পেছনে মগজের দেখার এলাকায় পৌঁছালেই তবে দেখতে পারি আমরা।

চোখের আকৃতি কিংবা চোখের বিভিন্ন স্তরের সমস্যা, ট্যারা চোখ, নেত্রস্বচ্ছে ঘা, ভাইরাস রোগ, আইরাইটিস, লেন্সে ছানি, শরীরের উচ্চচাপ, রেটিনার রোগ কিংবা ডায়াবেটিস ইত্যাদি  কারণে ছবিগুলা ঠিকমতো চোখে না পড়লে তখন কম দেখা যায়।

Facebook Comments Box

Posted ৭:১৫ অপরাহ্ণ | শনিবার, ১২ অক্টোবর ২০২৪

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!