রবিবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ধূমপান ছাড়ার নতুন উপায় ‘রেসপিরেক্স’!

  |   রবিবার, ২৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   166 বার পঠিত

ধূমপান ছাড়ার নতুন উপায় ‘রেসপিরেক্স’!

প্রতীকি ছবি

মার্কিন ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান কনোভিয়া এ বছরের শেষের দিকে মানব শরীরে একটি নতুন ওষুধের ‘ক্লিনিক্যাল ট্রায়াল’ দেওয়ার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের সরকারি ওষুধ প্রশাসন (এফডিএ) যদি এই ওষুধের অনুমোদন দেয়, তাহলে এটি প্রায় দুই দশকের মধ্যে বাজারে ধূমপান বন্ধের জন্য এটি হবে সরকার অনুমোদিত প্রেসক্রিপশন।

মার্কিন সংবাদমাধ্যম ফোর্বস জানিয়েছে, এর আগে ২০০৬ সালে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার ২০০৬ সালে চ্যান্টিক্স নামে ধূমপানরোধী
মার্কিন ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান কনোভিয়া এ বছরের শেষের দিকে মানব শরীরে একটি নতুন ওষুধের ‘ক্লিনিক্যাল ট্রায়াল’ দেওয়ার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের সরকারি ওষুধ প্রশাসন (এফডিএ) যদি এই ওষুধের অনুমোদন দেয়, তাহলে এটি প্রায় দুই দশকের মধ্যে বাজারে ধূমপান বন্ধের জন্য এটি হবে সরকার অনুমোদিত প্রেসক্রিপশন।

মার্কিন সংবাদমাধ্যম ফোর্বস জানিয়েছে, এর আগে ২০০৬ সালে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার ২০০৬ সালে চ্যান্টিক্স নামে ধূমপানরোধী একটি পিল তৈরি করেছিল। ২০২০ সালে চ্যান্টিক্সের পেটেন্টের মেয়াদ শেষ হয়ে গেছে।

মারিও ডানেক নামের এক মার্কিন ব্যক্তি বহু দিন ধরেই ধূমপান ত্যাগ করতে সহায়ক ডিভাইস তৈরির চেষ্টা করছিলেন। অবশেষে তিনি ‘রেসপিরেক্স’ নামে একটি ডিভাইস আবিষ্কার করেন। ডিভাইসটির বৈশিষ্ট্য হচ্ছে, এটি এক ধরনের নেবুলাইচজারের মতো, যার মাধ্যমে নিকোটিন তরলকে বাষ্পে পরিণত করা যায়।

মারিও ডানেকের রেসপিরেক্স বাজারে আনার দায়িত্ব নিয়েছে কনোভিয়া। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ব্রায়ান কুইগলি বলেন, ‘প্রায় ৩ কোটি ধূমপায়ী রয়েছে যুক্তরাষ্ট্রে। কিন্তু তাদের ধূপমান থেকে দূরের রাখার ব্যাপারে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো যথেষ্ঠ কাজ করছে না। কিন্তু আমরা গত ছয় বছর ধরে এটি নিয়ে কাজ করছি।’

কনোভিয়ার প্রধান নির্বাহী জানান, রেসপিরেক্সের পেছনে গত ছয় বছরে ৩০ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এটি এখন এফডিএর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নিউ জার্সির চিকিৎসক ডেভিড লেভি বলেন, রেসপিরেক্সকে ক্লিনিকাল ট্রায়ালের মধ্য দিয়ে যেতে হবে। এরপর এটি ডিভাইসের জগতে প্রবেশ প্রবেশ করতে পারবে। ফলে এটি একটি দীর্ঘ ও ব্যয়বহুল পথ।

এফডিএর একজন কর্মকর্তা চলতি মাসে এক সম্মেলনে বলেছিলেন, ‘আমরা বিষয়টি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছি।’ রেসপিরেক্স এক ধরনের ই–সিগারেট ও ভ্যাপের মতো। ধীরে ধীরে এটি একজন ধূমপায়ীকে সিগারেট থেকে দূরে রাখবে সফল করবে।

ধূমপান ত্যাগ করার চেষ্টায় সহায়ক হিসেবে চকলেট, লজেঞ্জসহ নানা কিছু বাজারে রয়েছে। তবে সেসব পণ্যের সাফল্যের ১০ শতাংশের বেশি নয়। সে ক্ষেত্রে রেসপিরেক্সের সাফল্যের হার এখন পর্যন্ত ৩০ শতাংশের কাছাকাছি। কনোভিয়া আশা করছে, ২০২৬ সালের মধ্যে রেসপিরেক্স বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

Posted ১:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!