
ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৫ জানুয়ারি ২০২২ | 125 বার পঠিত | প্রিন্ট
যুক্তরাজ্যে মহামারির দু’বছরের মধ্যে সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে কোভিড সংক্রমণ। ব্রিটিশ পার্লামেন্টে এ কথা জানান প্রধানমন্ত্রী বরিস জনসন।
গত মাসের শেষ সপ্তাহের সংক্রমণের তথ্য তুলে ধরেন তিনি। বলেন, ইংল্যান্ডে প্রতি ১৫ জনে একজন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বয়স্কদের হাসপাতালে ভর্তির হারও বেড়েছে আশঙ্কাজনকভাবে। ষাটোর্ধদের মধ্যে এ হার প্রতি সপ্তাহে প্রায় দ্বিগুণ হচ্ছে। তবে চলমান বিধিনিষেধে পরিবর্তন আনার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন বরিস। গুরুত্ব দিয়েছেন টিকা প্রয়োগের ওপর।
উল্লেখ্য, গত সপ্তাহে একদিনে রেকর্ড ২ লাখ ২০ হাজার সংক্রমণ শনাক্ত হয় ব্রিটেনে।
Posted ১০:৫৫ পিএম | বুধবার, ০৫ জানুয়ারি ২০২২
manchitronews.com | Md. Nahid