
ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৫ জানুয়ারি ২০২২ | 121 বার পঠিত | প্রিন্ট
কৃষকরা রাস্তা আটকে দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার পাঞ্জাবের জনসভায় অংশগ্রহণ করতে পারেননি। এনডিটিভি জানায়, কৃষকদের অবরোধের মুখে পথে একটি ফ্লাইওভারের উপর ২০ মিনিট আটকে ছিল মোদির গাড়িবহর।
ক্ষমতাসীন বিজেপি কর্মীরা টুইটারে এ সময়ের কিছু ছবি পোস্ট দিয়েছেন।
ছবিতে দেখা যায়, পথিমধ্যে ফ্লাইওভারে প্রধানমন্ত্রীর গাড়িবহর নিরাপত্তার জন্য স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) সদস্য দ্বারা বেষ্টিত। মোদিকে একটি কালো সাঁজোয়া টয়োটা ফরচুনারে অপেক্ষা করতে দেখা গেছে।
পরে প্রধানমন্ত্রী মোদি তার সফর সংক্ষিপ্ত করে বিমানবন্দরে ফিরে আসেন।
এর আগে মোদি ভাটিন্দা বিমানবন্দরে নামেন। সেখান থেকে হেলিকপ্টারে করে ফিরোজপুরের জনসভায় তার যাওয়ার কথা ছিল। আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকায় এ পরিকল্পনা বাতিল করে সড়কপথে যাওয়ার সিদ্ধান্ত নেন।
কিন্তু কৃষকদের অবরোধের মুখে সমাবেশস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার আগে প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে যায়।
এর পরিপ্রেক্ষিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী একটি ফ্লাইওভারে ১৫-২০ মিনিট আটকে ছিলেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় একটি বড় ঘাটতি ছিল।
Posted ৯:৪৬ পিএম | বুধবার, ০৫ জানুয়ারি ২০২২
manchitronews.com | Md. Nahid