
ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১ | 98 বার পঠিত | প্রিন্ট
গাজীপুরের কালীগঞ্জের গলান বাজারে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে জোড়পূর্বক সিএনজিতে তুলে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার রাতে ঢাকার পূর্বাচল ক্যাম্পের র্যাব-১ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশে কমর্রত নায়েক আব্দুল মোন্নাফ (২৮)। তিনি পাবনার ভাঙ্গুরা থানার হাট উধুনিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং অপরজন ঢাকা রেঞ্জের রিজার্ভ ফোর্সে কর্মরত সাইদুল ইসলাম (২৫)। তিনি বরিশাল জেলার কাউনিয়া থানার চর আইচা গ্রামের কামাল হোসেনের ছেলে।
শনিবার তাদের কালীগঞ্জ থানায় সোপর্দ করে র্যাব। দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, গত ১৬ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে গলান বাজারের ব্যবসায়ী সাব্বির হোসেনকে (২৪) ওই মোন্নাফ ও সাইদুল ডিবি পুলিশ পরিচয়ে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাব্বির চিৎকার দিলে দোকানের সামনে লোকজন জড়ো হয়। এ সময় পূর্বাচল ক্যাম্পের র্যাব-১ এর একটি টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। র্যাব তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের পুলিশ পরিচয় দেয়। এ সময় পূর্বাচল ৩০০ ফিট হুমু মার্কেটের ব্যবসায়ী ফয়সাল র্যাবের কাছে অভিযোগ করেন গত ৭ ডিসেম্বর রাত ১১টার দিকে ওই দুই পুলিশ সদস্য দোকানে গিয়ে তাকেও জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়। পরে গাউছিয়া এলাকায় নিয়ে সঙ্গে থাকা ৬ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে সিএনজি থেকে নামিয়ে দেয়। একই ভাবে পূর্বাচল ২১ নম্বর সেক্টরের ব্যবসায়ী ওমর আলীর দোকানের কর্মচারী রকিবুল হোসেনকেও ৯ ডিসেম্বর তুলে নিয়ে সঙ্গে থাকা ৯ হাজার ১৮০ টাকা ছিনিয়ে নেয়। শুক্রবার রাতে মিথ্যা পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী সাব্বির।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) কায়সার আহমদ বলেন, দুই পুলিশ সদস্যকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Posted ১২:৪৯ এএম | রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
manchitronews.com | Md. Nahid