
ডেস্ক রিপোর্ট | রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ | 81 বার পঠিত | প্রিন্ট
নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, অশালীন ও অবমাননাকর বক্তব্যের জেরে সদ্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানকে গ্রেফতারের দাবিতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ।
রোববার (১০ ডিসেম্বর) বিমানবন্দরের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মুরাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে বিমানবন্দর থানা পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বিক্ষোভকারীরা বলেন, আমাদের মা-বোনের ইজ্জত নিয়ে মুরাদ হাসান কটূক্তি করেছে। এছাড়াও তার অনেক দুর্নীতি আছে। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সবকিছু বেরিয়ে আসবে। তিনি দেশে ফিরলেই তাকে গ্রেফতার করতে হবে। তা না হলে আমরা কঠোর আন্দোলনে নামবো।
বিমানবন্দর থানার এসআই সাজ্জাদ শাকিল জানান, কিছু লোক সড়কে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন, আমরা তাদের সরিয়ে দিয়েছি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে অসৌজন্যমূলক কথা বলেন মুরাদ।
এছাড়াও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার একটি অশ্লীল ফোনালাপ ফাঁস হয়। এরপর তাকে নিয়ে ব্যাপক সমালোচনা ও তার শাস্তির দাবি ওঠে বিভিন্ন মহলে।
এমন সব কর্মকাণ্ডের পর তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করে গত শুক্রবার (১০ ডিসেম্বর) কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন মুরাদ। তবে তাকে কানাডায় প্রবেশ করতে দেওয়া হয়নি।
এরপর শনিবার তিনি সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে চান। কিন্তু আগে থেকে ভিসা না নেওয়ায় তাকে দুবাইয়ে ঢুকতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। কানাডা ও দুবাইয়ে প্রবেশ করতে না পেরে কিছুক্ষণ আগে দেশে ফিরেছেন ডা. মুরাদ।
Posted ৮:২৭ এএম | রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
manchitronews.com | Md. Nahid