
মানচিত্র ডেস্ক | রবিবার, ১৫ অগাস্ট ২০২১ | 152 বার পঠিত | প্রিন্ট
প্রতীকি ছবি
এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি। চলছে বর্ষাকাল। বর্ষায় বাইরে বের হলে বৃষ্টির তান্ডবে পড়তে পারেন। ভিজে জেতে পারে সাধের মোবাইল ফোন। ফোনে পানি ঢুকলে পোয়াবারো। নষ্ট হয়ে যেতে পারে প্রিয় ডিভাইস। তাই জেনে নিন ফোন পানিতে ভিজলে করণীয় কী।
বৃষ্টিতে ফোন ভিজে গেলে সঙ্গে সঙ্গেই কয়েকটি কাজ করতে হবে। তা হলে এটি খারাপ হওয়ার আশঙ্কা থাকবে না। দেখে নেওয়া যাক সেগুলি কী কী।
১) বৃষ্টিতে ভিজে গেলে, সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটি সুইচ অফ করুন। তাতে প্রাথমিক ভাবে বিপদের আশঙ্কা কিছুটা কমানো যাবে।
২) বাড়ি ফেরার আগে বা কোনও নিরাপদ শুকনো জায়গায় যাওয়ার আগে ফোনটি আর ব্যবহার করবেন না।
৩) নিরাপদ জায়গায় পৌঁছে প্রথমেই ফোনটির সিম কার্ড খুলে ফেলুন। ব্যাটারি খুলে ফেলা সম্ভব হলে, তাও করুন।
৪) শুকনা কাপড় বা টিস্যু কাগজ দিয়ে ফোন, ব্যাটারি এবং সিমকার্ড ভাল করে মুছে নিন।
৫) এবার ফোনটিকে ইলেকট্রিক বাল্বের কাছে রেখে দিন। ভিতরে পানি ঢুকে থাকলে, তা শুকিয়ে যাবে।
৬) ফোনের স্পিকারের জায়গাতেও পানি ঢুকে থাকতে পারে। সেই জায়গাটিও বাল্বের দিকে রেখে শুকিয়ে নিন।
৭) ১০-১৫ মিনিটে সব পানি শুকিয়ে যেতে পারে। কিন্তু সম্ভব হলে সারা রাত ফোনটিকে বন্ধ করেই রেখে দিন।
৮) পরের দিন সকালে ব্যাটারি এবং সিম কার্ড লাগিয়ে ফোন চালু করুন। ভিতরের সার্কিটের ক্ষতি না হয়ে থাকলে ফোন চালু হবে এবং স্বাভাবিক ভাবেই কাজ করবে।
এর পরেও সমস্যা হলে পেশাদার কাউকে দেখাতে হবে।
মনে রাখবেন, ফোনে পানি ঢুকলে, তা সার্কিটের ক্ষতি করতে পারে। বর্ষায় বাড়ি থেকে বেরতে হলে ফোনে এমন কভার ব্যবহার করুন, যা পানি আটকাবে। সম্ভব হলে রাস্তায় থাকার সময়ে ফোনটিকে প্যাকেটে ভরে রাখুন। তাতে যন্ত্রটি নিরাপদ থাকবে।
Posted ৯:৫৮ এএম | রবিবার, ১৫ অগাস্ট ২০২১
manchitronews.com | pabitra talukde