
মানচিত্র ডেস্ক | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০ | 836 বার পঠিত | প্রিন্ট
প্রতীকি ছবি
ল্যাপটপের জন্য এলো পাওয়ার ব্যাংক। ইভিএম নামের একটি ভারতীয় প্রতিষ্ঠান ল্যাপটপের জন্য পাওয়ার ব্যাংক এনেছে। এর ক্ষমতা ২০ হাজার অ্যাম্পিয়ার আওয়ার। এটি দিয়ে একটি ল্যাপটপ একবার ফুল চার্জ দেয়া যাবে। ইউএসবি টাইপ সি কানেক্টর দিয়ে তিনটি ডিভাইস একসঙ্গে চার্জ করা যাবে। আল্ট্রা ব্ল্যাক প্রিমিয়ম মেটাল বডির হবে এই পাওয়ার ব্যাংক।
পাওয়ার ব্যাংকটিতে তিন বছরের ওয়্যারেন্টি পাওয়া যাবে। এই পাওয়ার ব্যাংকের ওজনও খুব বেশি না। অ্যাপলের ম্যাকবুক, সারফেস ল্যাপটপে এই পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দেয়া যাবে। এছাড়াও ডেল, এইচপি, লেনোভো, এলজি ও আসুসের বিভিন্ন মডেলের ল্যাপটপ চার্জ দেয়া যাবে।
এটি দিয়ে স্মার্টফোনও চার্জ করা যাবে। ভারতে ডিভাইসটির দাম ১০ হাজার রুপি।
Posted ৯:৪৫ এএম | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০
manchitronews.com | humayun kabir