
মানচিত্র ডেস্ক | রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯ | 999 বার পঠিত | প্রিন্ট
প্রতীকি ছবি
দরজায় কড়া নাড়ছে নতুন ইংরেজি বছর। এরই মধ্যে একটি লিঙ্কের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জারে শুরু হয়ে গেছে শুভেচ্ছো পাঠানো। তবে নববর্ষের শুভেচ্ছা জানানোর এই বিশেষ লিঙ্কটিকে ‘স্প্যাম’ দাবি করে লিঙ্কটি ওপেন করা থেকে সাবধান হতে বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
নববর্ষের শুভেচ্ছা পাঠানো লিঙ্কটির বিষয়ে বাংলাদেশ সিভিলিয়ান গ্রুপের আদিল হাসান বলেন, ‘একটি চক্র মেসেজ দিয়ে ফেসবুক মেসেঞ্জার নিজেদের আয়ত্তে নিয়ে নিচ্ছে। লিঙ্ক পাঠিয়ে তারা এই কাজটি করছে। অধিকাংশ মেসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিয়ে এ রকম মেসেজ পাঠানো হচ্ছে।’
তিনি বলেন, ‘এ ধরনের লিঙ্কে কেউ ক্লিক করবেন না।’ সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করে সবাইকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের অনুরোধ জানান আদিল হাসান। উপরের ছবিটির মতো লিঙ্ক আসলে সেটিতে ক্লিক করা থেকে বিরত থাকুন।
Posted ২:১৫ পিএম | রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
manchitronews.com | humayun kabir