
মানচিত্র ডেস্ক | শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮ | 546 বার পঠিত | প্রিন্ট
প্রতীকি ছবি
সুখী দাম্পত্যের চাবিকাঠি কোথায়? অনেকেই বলবেন, এর জন্য অবশ্যই চাই ভালোবাসা, বিশ্বাস, বন্ধুত্ব। চাই একে অপরের প্রতি সম্মান প্রদর্শন, গভীর প্রেম আর ধৈর্য।
কিন্তু এছাড়াও আরও অনেক কিছুই দাম্পত্যকে নিয়ন্ত্রণ করে। এর মধ্যে অন্যতম শয়নকক্ষের অবস্থান। বাস্তু মতে, দেখে নেওয়া যাক সুখী দাম্পত্য জীবনের জন্য আদর্শ বেডরুম কেমন হওয়া উচিত:
*বেডরুমের দক্ষিণ-পশ্চিম দেওয়ালে একটিও লাভ বার্ডের ছবি বা মূর্তি রাখুন।
*পূর্ব দিকে মাথা রেখে ঘুমান।
*মাথার দিকে স্বামী-স্ত্রীর একত্রে হাসি মুখের ছবি লাগান।
*অবশ্যই বেডরুমের রং হালকা হওয়া উচিত।
*বেডরুমে লাল রঙের নাইট ল্যাম্প ব্যবহার না করাই ভালো।
*সাদা রঙের বিছানার চাদর ব্যবহার করুন।
*বিছানার সোজা আয়না রাখবেন না।
*শোওয়ারঘরে কাগজের ফুল বা নকল ফুল না রেখে আসল সুগন্ধ যুক্ত ফুল রাখুন।
*কোনও যুদ্ধের ছবি বা মৃত কোনও মানুষের ছবি রাখবেন না।
Posted ১:৩৭ পিএম | শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮
manchitronews.com | humayun kabir