
মানচিত্র ডেস্ক | শুক্রবার, ১২ জানুয়ারি ২০১৮ | 540 বার পঠিত | প্রিন্ট
ছবি- সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা খায়রুন্নেছা এলিজা (৫৮) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিক্ষিকা এলিজা ভৈরবের চণ্ডিবের এলাকায় ভাড়া বাসায় একা থাকতেন। গত সোমবার সকালে গ্যাসের চুলায় পানি গরম করার সময় অসাবধানতাবশত তার পরনের কাপড়ে আগুন লেগে যায়।
এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুর এলাকায়। তিনি ভৈরব রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে ২৭ বছর ধরে শিক্ষকতা করে আসছিলেন।
Posted ১২:১৮ পিএম | শুক্রবার, ১২ জানুয়ারি ২০১৮
manchitronews.com | humayun kabir