
মানচিত্র ডেস্ক | মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০১৮ | 606 বার পঠিত | প্রিন্ট
প্রতীকি ছবি
সিলেটের জাফলংয়ে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে গর্ত ধসে এক নারীসহ চার শ্রমিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহত শ্রমিকদের একজন নারী ও তিন জন পুরুষ রয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি।মঙ্গলবার বিকালে মন্দিরের জুম এলাকায় এ ঘটনা ঘটে।
গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মন্দিরেরজুম এলাকায় একটি পাথর কোয়ারিতে গর্ত করে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক।
বিকাল পৌনে পাঁচটার দিকে হঠাৎ গর্ত ধসে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান চারজন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মরদেহ উদ্ধার করে।
Posted ২:৫২ পিএম | মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০১৮
manchitronews.com | humayun kabir