
মানচিত্র ডেস্ক | রবিবার, ০৬ অগাস্ট ২০১৭ | 290 বার পঠিত | প্রিন্ট
কুকুরের কামড়ে মানুষ আহত হবার খবর প্রায়ই শোনা যায়। কিন্তু মানুষের কামড়ে কুকুর আহত হওয়ার খবর ক’জনই বা শুনেছেন। সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের টরেন্টোতে। কুকুরকে রীতিমতো কামড়ে আহত করেছে এক নারী। টরেন্টো সিটিতে ট্রেনের এক নারী যাত্রী তার পালিত কুকুরের মুখে সপাটে কামড়াতে থাকে। এসময় তার পাশে থাকা আরেক যাত্রী বারবার তাকে থামতে বললেও নাছোড় ওই নারী। অপর এক যাত্রী আবার পুরো ঘটনাটি ভিডিও করেন। রক্সি হুয়াং নামের এক ইউটিউব ব্যবহারকারী ৩ মিনিটের সেই ভিডিওটি ইন্টারনেটে ছেড়েছেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই নারী তার কুকুরটিকে খুব শক্ত করে ধরে মুখের কাছে নিয়ে খুবই আক্রমনাত্মক ভঙ্গিতে বারবার কামড়াচ্ছে। কুকুরটি তার কামড় থেকে বাঁচতে চেষ্টা করে। কিন্তু নারী কোনভাবেই কুকুরটিকে ছাড়তে চায়নি ওই নারী। একাধারে ৬/৭ টি কামড় দিয়ে তারপর ক্ষ্যান্ত দেন ওই নারী। ততক্ষণে আহত হয়ে পড়ে কুকুরটি। পরে পরিবহন পুলিশের কাছে যাত্রীরা ওই নারী বিরুদ্ধে অভিযোগ করেন। তাদের ধারণা নারীটি মাদকাসক্ত ছিলেন।
http://youtu.be/pbrZfi83iNA
সূত্র: ডেইলি মেইল
Posted ১:৫৮ পিএম | রবিবার, ০৬ অগাস্ট ২০১৭
manchitronews.com | humayun kabir