
মানচিত্র ডেস্ক | বুধবার, ১৯ জুলাই ২০১৭ | 238 বার পঠিত | প্রিন্ট
৩১ জুলাই বাজারে আসছে নোকিয়ার হাই-এন্ড স্মার্টফোন নোকিয়া ৮ । ইতিমধ্যেই নোকিয়ার বিভিন্ন হ্যান্ডসেট ব্যবহারকারীদের মন জিতে নিয়েছে। এবার অ্যাপেল , স্যামসং, HTC -র সঙ্গে পাল্লা দিতে নোকিয়া নিয়ে আসছে হাই এন্ড স্মার্টফোন নোকিয়া ৮ । জেনে নিন কী কী ফিচার্স থাকছে ফোনটিতে।
১) স্ন্যাপড্র্যাগন ৮৩৫ প্রসেসর।
২) 4GB RAM।
৩) ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।
৪) ডুয়েল সিম কার্ড।
৫) ৫.৩ ইঞ্চি ডিসপ্লে।
৬) দাম ৪০ হাজার টাকা।
নীল, স্টিল, গোল্ড ব্লু, গোল্ড কপার, এই ৪টি রঙে পাওয়া যাবে নোকিয়া ৮ ।
Posted ২:৩৪ পিএম | বুধবার, ১৯ জুলাই ২০১৭
manchitronews.com | humayun kabir