
মানচিত্র বিনোদন ডেস্ক | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭ | 137 বার পঠিত | প্রিন্ট
মনের জোর আছে বটে তার। না হলে সর্বসমক্ষে কেউ এ কথা বলতে পারেন? বলিউড তারকা দীপিকা পাড়ুকোনকে তো অনেক পুরুষই পছন্দ করেন। তাই বলে কেউ এমন কথা প্রকাশ্যে বলেননি। এবার সর্বসম্মুখে জানিয়ে দিলেন জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ।
তিনি দীপিকা পাড়ুকোনকে চুম্বন করতে চান। বাবা জ্যাকি শ্রফের সঙ্গে করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ এসেছিলেন টাইগার। সেখানেই তাকে প্রশ্ন করা হয়েছিল, এক দিনের জন্য যদি তিনি রণবীর সিংহ হন, তা হলে কী করবেন?
এ হেন প্রশ্নের জবাবে টাইগার একটা ইচ্ছার কথাই প্রকাশ করেন। বলেন, ‘আমি দীপিকাকে চুমু খাব। বলব, ‘বেফিকরে’তে আমি কতগুলো চুমু খেয়েছি, সেটা বড় ব্যাপার নয়। স্পেশাল চুমুটা তোমাকেই দেব। যত বার আমি তোমাকে চুমু খাই, প্রতিবারই তা স্পেশাল হয়।’
করণ জোহরের এই চ্যাট শো নিশ্চয়ই দেখেছেন দীপিকা। অথবা তার কানে এসে পৌঁছেছে টাইগারের ইচ্ছার কথা। দীপিকার প্রতিক্রিয়া জানা যায়নি। করণ জোহরের শো-এ কোনও দিন দীপিকা এলে নিশ্চয়ই তার কাছে গল্পে গল্পে টাইগারের ইচ্ছার প্রসঙ্গ তোলা হবে। তখন দীপিকা কি বলেন, সেটাই দেখার।
Posted ৫:১১ এএম | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭
manchitronews.com | humayun kabir