
মানচিত্র ক্রীড়া ডেস্ক | শুক্রবার, ১২ অগাস্ট ২০১৬ | 120 বার পঠিত | প্রিন্ট
রিও অলিম্পিকের সত্যিকারের আপসেট ঘটে গেলো এবার। সিঙ্গাপুরের চেনা এক সাঁতারু হারিয়ে দিলেন কিংবদন্তি এই মার্কিন সাঁতারুকে। ১০০ মিটার বাটারফ্লাই থেকে নিজের ২৩তম সোনা তুলে আনার টার্গেট ছিল মাইকেল ফেলপসের। কিন্তু ২১ বছরের জোসেফ স্কুলিং অলিম্পিক রেকর্ড গড়ে জিতে নিয়েছেন এই ইভেন্টের সোনা! সিঙ্গাপুরকে তাদের ইতিহাসের প্রথম অলিম্পিক সোনা জিতিয়েছেন এই যুবা। তিনজন একই সাথে দ্বিতীয় হয়েছেন। তাদের একজন ফেলপস! গত তিন অলিম্পিকেই ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছিলেন এই জলদানব।
স্কুলিং সবাইকে বিস্মিত করে ৫০.৩৯ সেকেন্ডে জিতেছেন সোনা। ০.৭৫ সেকেন্ডে এগিয়ে থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তিনি। ফেলপস, দক্ষিণ আফ্রিকার শাড লে ক্লোস ও হাঙ্গেরির লাসলো শেহ ৫১.১৪ সেকেন্ডে সাঁতার শেষ করেছেন। ব্রোঞ্জ জেতেনি কেউ। রিও অলিম্পিকে এই প্রথম রুপা জিতলেন ফেলপস। আগের চারটি ইভেন্টে প্রতিযোগিতা করে প্রতিটিতে সোনা জিতেছেন ৩১ বছরের এই ইতিহাস সেরা সাঁতারু। এখন তার মোট ২৭টি অলিম্পিক পদক। এর ২২টি সোনা, ৩টি রুপা ও ২টি ব্রোঞ্জ। এবারের আসর থেকে অবশ্য আরো একটি সোনা জেতার সম্ভাবনা আছে ফেলপসের। তার ৪X১০০ মিটার মিডলে রিলে বাকি।
Posted ১১:৪৫ পিএম | শুক্রবার, ১২ অগাস্ট ২০১৬
manchitronews.com | humayun kabir