
মানচিত্র ডেস্ক | বুধবার, ২০ জুলাই ২০১৬ | 120 বার পঠিত | প্রিন্ট
ফাইল ছবি
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অর্থ পাচার মামলায় রায় আবার দেওয়া হবে আজ বৃহস্পতিবার (২১ জুলাই)। বুধবার (২০ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।
প্রসঙ্গত, এই মামলায় আগে তারেক রহমানকে খালাস দিয়ে রায় দিয়েছিল নিম্ন আদালত। তখন এই মামলার আরেক আসামী গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড এবং ৪০ কোটি টাকা জরিমানা করা হয়। তবে ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে দুদক। দুদকের করা ওই আপিলের সঙ্গে সাজার রায়ের বিরুদ্ধে মামুনের করা আপিলও শুনানির জন্য তালিকায় আসে। এরপর হাইকোর্টে আপিলের ওপর শুনানি হয়। আপিলের শুনানি শেষে চলতি বছরের ১৬ জুন এই মামলার রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন আদালত।
উল্লেখ, ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ২০০৯ সালের ২৬ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্ট থানায় এই মামলা করে দুদক।
Posted ২:০৬ পিএম | বুধবার, ২০ জুলাই ২০১৬
manchitronews.com | humayun kabir