মানচিত্র নিউজ | ২৪ নভেম্বর ২০১৯ | ৩:১০ অপরাহ্ণ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এবারে বিজয় দিবস পালন করবে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া’। বিজয় দিবস পালন উপলক্ষে ‘বিজয় মেলা’ অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর রোববার। এমনই এক সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।গত শুক্রবার (২২) নভেম্বর সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয় সংগঠন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানের মধ্যে থাকবে, স্থানীয় বার্কমার হাইস্কুলে স্থানীয় সময় বিকেল ৩টা থেকে বসবে বিজয় মেলা। চলবে গভীর রাত পর্য ন্ত। বসবে বিভিন্ন দোকানের পসরা। এরসঙ্গে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সংগীত ও নৃত্যানুষ্ঠান।
এছাড়া চমক হিসেবে থাকবে জনপ্রিয় ব্যান্ডশিল্পী খালেদ-এর একক সংগীত পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া’র সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক এএইচ রাসেলসহ অন্যান্য নের্তৃবৃন্দ।