এ এইচ রাসেলঃ | ০২ ডিসেম্বর ২০২০ | ৫:২০ অপরাহ্ণ
গত ২৯শে নভেম্বর রবিবার ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে উত্তর আমেরিকার সর্ব বৃহৎ সংগঠন ফোবানার কার্যকরী পরিষদের ( ২০২০-২০২১) সাধারণ নির্বাচন। তিন জন ইলেকশন কমিশনারের পরিচালনায় ইলেক্ট্রনিক্যালি ভোট গ্রহণ সম্পন্ন হয় পূর্ণ বিধিমালা অনুসরণ করে। ফোবানা অফিসিয়াল কর্তৃক পাঠানো প্রেস বিজ্ঞপ্তি নিম্নে দেয়া হলো:
ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা(ফোবানা)–এর ২০২০–২০২১ সালের জন্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটিরসদস্যবৃন্দ:
চেয়ারপারসন – জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক)
ভাইস চেয়ারম্যান– ডঃ আহসান চৌধুরী হিরো (হিউস্টন)
নির্বাহী সচিব– মাসুদ রব চৌধুরী (ক্যালিফোর্নিয়া)
যুগ্ম নির্বাহী সচিব– আরিফ আহমেদ (জর্জিয়া)
কোষাধ্যক্ষ– নাহিদুল খান (জর্জিয়া)
আউটস্ট্যান্ডিং মেম্বার:
ডিউক খান (জর্জিয়া), আতিকুর রহমান (ফ্লোরিডা), হাসমত মোবিন(টেক্সাস), নাহিদ চৌধুরী মামুন (নিউজার্সি), এ টি এম আলম(ভার্জিনিয়া),সাদেক খান (ভার্জিনিয়া), আরেফিন বাবুল (জর্জিয়া) ওরেহান রেজা (ক্যানসাস), পদাধিকার বলে মেম্বর হয়েছেন বিদায়ীসভাপতি শাহ হালিম ।
১৭টি সংগঠন প্রতিনিধি: ২টি প্রতিনিধি পদ ২০২১ সালে গ্রেটার ওয়াশিংটনে অনুষ্ঠতব্য ফোবানাসম্মেলনের স্বাগতিক সংগঠন –আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপসোসাইটি (ভার্জিনিয়া) এবং ২০২২ সালে শিকাগোতে অনুষ্ঠতব্যসম্মেলনের স্বাগতিক সংগঠন – বাংলাদেশ এসোসিয়েশন অবশিকাগোল্যান্ড এর জন্য নির্ধারিত।
বাকী ১৫টি সংগঠন হলো: বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইঙ্ক– বাই(ভার্জিনিয়া–ম্যারিল্যান্ড),বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা, বাংলাদেশএসোসিয়েশন অব নিউজার্সি,বাংলাদেশ থিয়েটার হিউস্টন,ড্রামা সার্কেল(নিউইয়র্ক),বাংলাধারা (জর্জিয়া), প্রিয় বাংলা ইঙ্ক(ভার্জিনিয়া),বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়া, বাংলাদেশএসোসিয়েশন অব ক্যালিফোনিয়া, বাংলাদেশ একাডেমী অব লসএঞ্জেলেস, বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি, বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া, বাংলাদেশ আমেরিকানফাউন্ডেশন অব সেন্ট্রাল ফ্লোরিডা, বাংলাদেশ এসোসিয়েশন অফহিউস্টন এবং বাংলাদেশ ফাউন্ডেশন অফ জর্জিয়া।
নির্বাচন কমিশন–২০২০: জনাব মাহবুব রেজা রহিম, প্রধান নির্বাচন কমিশনার, জনাব রবিউল করিম, নির্বাচন কমিশনার, ড: জিনাত নবী, নির্বাচন কমিশনার