মানচিত্র ডেস্ক | ০১ ডিসেম্বর ২০২০ | ১:৫৭ অপরাহ্ণ
অনলাইন সম্মেলনের মাধ্যমে নিজেদের নতুন কমিটি ঘোষণা করেছে প্রবাসী সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অর্গানাইজেশন্স ইন নর্থ আমেরিকা’ (ফোবানা)। এতে চেয়ারম্যান পদে জাকারিয়া চৌধুরী, নির্বাহী সচিব পদে মাসুদ রব চৌধুরী,ভাইস চেয়ারম্যান পদে আহসান চৌধুরী, যুগ্ম সদস্য সচিব আরিফ আহমেদ ও কোষাধ্যক্ষ পদে নাহিদুল খান সাহেল জয়ী হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার মাহবুব রেজা রহিম জানান, রোববার অনলাইনে অনুষ্ঠিত এ নির্বাচনে ৬১ ভোটারের সবাই অংশ নিয়েছেন।
ফলাফল অনুযায়ী মাত্র ৩ ভোটের ব্যবধানে ৩২ ভোট পেয়ে চেয়ারপারসন হিসেবে জয়ী হয়েছেন জাকারিয়া চৌধুরী। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলমগীর পেয়েছেন ২৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আহসান চৌধুরী পেয়েছেন ২২ ভোট। তার দুই প্রতিদ্বন্দ্বী এম রহমান জহীর ২১ এবং দিলু মাওলা পেয়েছেন ১৮ ভোট।
নির্বাচনে আউটস্ট্যান্ডিং মেম্বার হিসেবে জয়ী হয়েছেন ডিউক খান, আতিকুর রহমান, হাসমত মোবিন, নাহিদ চৌধুরী মামুন, এ টি এম আলম, সাদেক খান, আরেফিন বাবুল ও রেহান রেজা। পদাধিকার বলে মেম্বার হয়েছেন বিদায়ী সভাপতি শাহ হালিম।