মানচিত্র ডেস্ক | ২৯ নভেম্বর ২০২০ | ১:২৭ অপরাহ্ণ
ছবি-সংগৃহীত
দিনাজপুরের বীরগঞ্জে দুই মাথা ও চার চোখের অদ্ভুত আকৃতির বাছুর জন্ম নিয়েছে। বাছুরটির দুই মাথাই কর্মক্ষম। জন্মের পর সেটি দুই মুখ দিয়েই দুধ খেয়েছে বলে জানিয়েছেন গৃহকর্তা।
বাছুরটি জন্ম নিয়েছে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজি মিলনপুরের মোসলেম উদ্দিন বাড়িতে। তিনি জানান, শনিবার বিকেল ৫টার দিকে বাছুরটির জন্ম হয়। সাদাকালো রঙের ফ্রিজিয়ান জাতের বাছুরটির জন্মের পর থেকেই খুবই দুর্বল, তবে এখন পর্যন্ত জীবিত আছে।
তিনি আরও জানান, জন্মের পর বাছুরটিকে দেখতে এলাকার অনেকেই ভিড় করছেন তার বাড়িতে।
দিনাজপুর প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, এটা জন্মগত ত্রুটি। এটা আসলে এক প্রকার টুইন। তবে এসব প্রাণীর জীবনকাল ক্ষণস্থায়ী হয়।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |