মানচিত্র ডেস্ক | ২৮ নভেম্বর ২০১৯ | ৩:৫৪ অপরাহ্ণ
ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের একটি ‘রকি থ্রি’ মার্কা ছবি টুইটার জগতে ঝড় তুলেছে। ছবিতে তাকে দেখা যাচ্ছে খোলা গায়ে সিলভেস্টার স্ট্যালনের ভঙ্গিতে দাঁড়ানো। নানা বিতর্কে জেরবার এই মার্কিন প্রেসিডেন্ট এখন অভিসংশনের সামনে।
আগামী বছর দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। এই সময়ে তার নিজেকে এমন পেশিবহুল শরীরের বক্সারের ভূমিকায় উপস্থাপনের মধ্যে বিশেষ অর্থ খোঁজার চেষ্টা করছে বিভিন্ন মহল।
তবে নিজের পোস্ট করা এই ছবি দিয়ে ট্রাম্প অভিসংশন বা নির্বাচন মোকাবিলায় তার দৃঢ়তার কথা জানান বা অন্য যা কিছু ইঙ্গিত করুন না কেন. ছবিটি কিন্তু ভাইরাল হয়েছে।
ইতিমধ্যে এটি লাইক ৫ লাখ ৪৮ হাজার, রিটুইট ১ লাখ ৬৩ হাজার, মন্তব্য ১ লাখ ২৯ হাজার হয়ে গেছে। ট্রাম্পের বক্সার বেশের যে ছবি নিয়ে এমন তোলপাড় চলছে সেটি কিন্তু পুরোপুরি তার নয়।
কাল্পনিক চরিত্র বক্সার রকি বালবোয়ার বক্সারের শরীরে তার মাথা বসিয়ে দেয়া হয়েছে। কঠিন পেশি ও পেটানো চেহারা। আর দাঁড়ানোর স্টাইল সেই রকির সিলভেস্টার স্ট্যালনের মতো। তথ্যসূত্র: এএফপি ও এনডিটিভি