মানচিত্র ডেস্ক | ০৬ ডিসেম্বর ২০২০ | ৩:০৭ অপরাহ্ণ
ছবি-সংগৃহীত
বিশ্বব্যাপী ছড়িয়ে পরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পরপারে পারি জমালেন সরকারের সাবেক দুই শীর্ষ কর্মকর্তা। এদের মধ্যে সকালে মারা গেছেন ইডেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জুলেখা খাতুন। বিকালে মারা গেছেন তার স্বামী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক নাজিম উদ্দিন আহমেদ।
তারা দুজন করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মারা যান স্ত্রী জুলেখা খাতুন। বিকালে নাজিম উদ্দিন মারা গেছেন। মাউশির কলেজ ও প্রশাসন শাখার উপ-পরিচালক ( সাধারণ প্রশাসন) মো. রুহুল মমিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কিছুক্ষণ আগেই শুনলাম করোনায় আমাদের সাবেক দুই সহকর্মী মারা গেছেন। এরবাইরে বিস্তারিত তথ্য জানাতে পারেননি এই কর্মকর্তা। অধ্যাপক নাজিম উদ্দিন ২০০৭ সালে মাউশির মহাপরিচালক ছিলেন।
জানা গেছে, নাজিম উদ্দিনের স্ত্রী জুলেখা খাতুন বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকলেও তিনি অনেকটা সুস্থই ছিলেন। গত দুই সপ্তাহ আগে সাবেক কর্মস্থ মাউশিতে গিয়েছিলেন মাউশিতে নাজিম উদ্দিন।