মানচিত্র ডেস্ক | ১৮ জানুয়ারি ২০২১ | ১:২৯ অপরাহ্ণ
ছবি-ইনস্টাগ্রাম
ক্রিকেটার নন, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক নন। এখন তিনি শুধু এক জন ‘গর্বিত স্বামী এবং বাবা’। এমনটাই লিখলেন টুইটার প্রোফাইলে।
১১ জানুয়ারি মেয়ের জন্ম দিয়েছেন আনুশকা শর্মা। সে খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন বিরাট কোহলি। লিখেছিলেন, মা-মেয়ে দু’জনেই সুস্থ রয়েছেন। জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে দারুণ খুশি তাঁরা।
সেই সঙ্গে ভক্ত এবং সংবাদমাধ্যমকে তাঁদের ব্যক্তিগত জীবনে উঁকিঝুঁকি না দেওয়ার আবেদনও জানিয়েছিলেন কোহলি। এখনও অবশ্য মেয়ের কোনো ছবি প্রকাশ্যে আনেনি কোহলি-আনুশকা।
ভারতীয় ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়ায় টেস্ট খেলছে। বিরাট অবশ্য আগেভাগেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে রেখেছিলেন। জানিয়ে দিয়েছিলেন, পরিবারের নতুন অতিথির সঙ্গে কিছুটা সময় কাটাতে চান। তাই ডিসেম্বরেই ফিরে এসেছিলেন অস্ট্রেলিয়া থেকে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |