মানচিত্র ডেস্ক | ০৮ ডিসেম্বর ২০২০ | ১০:১৪ পূর্বাহ্ণ
ছবি- সংগৃহীত
বিয়ের দিন সকালে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসে কনের। এরপরও পিপিই পরে বিয়ের আসরে বসেছে ভারতের এক নবদম্পতি রোববার রাজস্থানে এ ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডের
গণমাধ্যমটি জানায়, দুইদিন আগে কনের চাচার করোনা শনাক্ত হওয়ায় পরিবারের সবার নমুনা সংগ্রহ করে কর্তৃপক্ষ। পরে বিয়ের পূর্বনির্ধারিত দিন রোববার সকালে খবর আসে কনের রিপোর্ট পজিটিভ। তাকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয় প্রশাসন।
কিন্তু সব প্রস্তুতি সম্পন্ন থাকায় প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দুই পরিবার। নবদম্পতি ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল বর-কনের বাবা-মা ও পুরোহিত। তবে পিপিই পরেছেন সবাই।
বিয়ের পর কনে এবং বরকে কভিড-১৯ আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।