মানচিত্র ডেস্ক | ০৮ জানুয়ারি ২০২০ | ৪:২৩ পূর্বাহ্ণ
ছবি-সংগৃহীত
ইরানের রাজধানী তেহরান থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হওয়া ইউক্রেনের বিমানের ১৮০ যাত্রীর কেউই আর বেঁচে নেই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করেছিল। আজ বুধবার সকালে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, তেহরানে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় ইউক্রেনের একটি বিমান।
মূলত যান্ত্রিক ত্রুটির কারণেই বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ইসনা। তেহরান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল সেই বিমান।
ইরানের জরুরি বিভাগের মুখপাত্র মুজতবা খালেদি জানান, উড্ডয়নের সময় ওই বিমানে মোট ১৮০ জন যাত্রী ছিল।