মানচিত্র ডেস্ক | ১১ ডিসেম্বর ২০২০ | ১:১০ অপরাহ্ণ
ফাইল ছবি
আর্জেন্টিনার সাবেক কোচ আলেজান্দ্রো সাবেলা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। দেশটির বুয়েনস আইরেস হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার মারা যানা সাবেলা। খবর ডেইলি মেইলের ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে ছিলেন সাবেলা। তার অধীনেই ২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেলে মেসির দল।
১৯৮০ এর দশকে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে সাবেলার সাথে খেলা ডিয়েগো ম্যারাডোনা মারা যাওয়ার দু’সপ্তাহেরও কম সময়ে মারা গেলেন তিনি। আলেজান্দ্রো সাবেলা ইংলিশ ফুটবলেও খেলেছিলেন লিডস এবং শেফিল্ড ইউনাইটেডের হয়ে। তার মৃত্যুতে টুইট করে শোক জানিয়েছে ক্লাব দুটি।
আর্জেন্টিনা থেকে ১৯৭৮ সালে ইংল্যান্ডে পাড়ি জমান সাবেলা। ১৯৮০ সালে লিডসে যোগদানের আগে দুটি মৌসুমে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলেন।