মানচিত্র ডেস্ক | ১৮ ফেব্রুয়ারি ২০২১ | ২:৫৩ অপরাহ্ণ
ফাইল ছবি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবারের মতো দল পেলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। বৃহস্পতিবার আইপিএলের ১৪তম আসরের নিলামে তাকে দলে ভিড়িয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।নিলামে সর্বশেষ নামটি ছিল অর্জুন টেন্ডুলকারের।
নিলামে নাম উঠতেই আগ্রহ দেখায় মুম্বাই। ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতে অর্জুনকে পেয়ে যায় তারা। ক্রিকেট খেলে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন শচীন টেন্ডুলকার। এবার দেখার অর্জুন ক্রিকেটাঙ্গনে প্রতিভার ঝলক কতটুকু দেখাতে পারেন।
নিলাম থেকে যাদের দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স—নাথান কুল্টার নাইল, অ্যাডাম মিলনে, পীযুশ চাওলা, জেমস নিশাম, যুধীর চরাক, মার্কো জ্যানসেন, অর্জুন টেন্ডুলকার।
মুম্বাইয়ের রিটেইনড খেলোয়াড়দের তালিকা
রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ইশান কিষান, ক্রিস লিন, অ্যানমোলপ্রীত সিং, সৌরভ তিওয়ারি, আদিত্য তারে, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, অনুকুল রয়, জ্যাসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, রাহুল চাহার, জয়ন্ত যাদব, ধাওয়াল কুলকারনি, মহসিন খান।