মানচিত্র ডেস্ক | ০৯ মার্চ ২০১৮ | ২:১৮ অপরাহ্ণ
সিংহ শাবকের সঙ্গে খেলতে গিয়ে বিপত্তি। কোনওক্রমে প্রাণ বাঁচল শিশুর। ঘটনাটি ঘটেছে সৌদি আরবে।
জেদ্দায় বসন্ত উৎসবে সিংহ শাবকের খাঁচায় পুরে দেওয়া হয় শিশুদের। ওই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তাতে দেখা যাচ্ছে, একটি ৬ মাসের সিংহ শাবকের চারপাশে ঘোরাঘুরি করছে শিশুরা। কাউরো বয়স ১০ বছরের ঊর্ধ্বে নয়। শিশুরা ছাড়া খাঁচায় ছিলেন একমাত্র প্রশিক্ষক।
খেলার ফাঁকেই ঘটল বিপত্তি। আচমকাই একটি শিশুকে চেপে ধরে সিংহশাবক।চিত্কার জুড়ে দেন অন্য শিশুরা।
সিংহশাবকের হাত থেকে ওই শিশুটিকে উদ্ধার করেন প্রশিক্ষক। জখম হয়েছে ওই শিশুটি।