পাবনা প্রতিনিধি | ২৭ আগ ২০১৭ | ৬:৩১ পূর্বাহ্ণ
পাবনার চাটমোহরে নদীতে গোসল করতে নেমে নাজুফা খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের করকোলা গ্রামে এ ঘটনা ঘটে। নাজুফা একই উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের নবীর উদ্দিনের মেয়ে ও রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
জানা গেছে, গত বৃহস্পতিবার ভাই শাহীনের শ্বশুড় করকোলা গ্রামের কুরবান আলীর বাড়িতে বাবা-মা’র সাথে বেড়াতে আসে নাজুফা। রোববার দুপুর ২টার দিকে বাবা-মার সাথে গুমানি নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে যায় সে। অনেক চেষ্টার পর স্থানীয়রা নদীতে তল্লাশী চালিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাজুফাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।