| মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 52 বার পঠিত
যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে নিকোলাস উইমবিশ নামের এক নির্বাচনকর্মী গ্রেপ্তার হয়েছেন। বোমা মারার হুমকি দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
রয়টার্স জানিয়েছে, স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের ওপর বোমা হামলার হুমকি দিয়ে চিঠি পাঠানো এবং গোয়েন্দা সংস্থা এফবিআই-এর কাছে মিথ্যা বয়ান দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
২৫ বছর বয়সী উইমবিশ গত ১৬ অক্টোবর জর্জিয়ার গ্রে শহরের জোন্স কাউন্টিতে নির্বাচন কার্যালয়ে নির্বাচনকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেদিন একজন ভোটারের সঙ্গে তার ঝগড়া হয়। পরদিন কাউন্টির প্রধান নির্বাচনী কর্মকর্তাকে তিনি একটি চিঠি পাঠান।
বোমা হামলার হুমকি দেওয়া চিঠিটি তিনি এমনভাবে লিখেছেন যে দেখে মনে হয় সেটি কোনও ভোটার পাঠিয়েছেন। চিঠিতে উইমবিশ নির্বাচনকর্মীদের ওপর শারীরিক ও যৌন সহিংসতা এবং বোমা হামলার হুমকি দেন। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ২৫ বছরের জেল হতে পারে।
Posted ২:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪
manchitronews.com | Staff Reporter