রবিবার ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জর্জিয়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত

  |   মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   165 বার পঠিত

জর্জিয়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত

যুক্তরাষ্ট্রের জজির্য়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার স্থানীয় দেশী স্ট্রিট রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র, জর্জিয়া মহানগর আওয়ামী ও জর্জিয়া ষ্টেট আওয়ামী লীগের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব দিদারুল আলম গাজী।

May be an image of 8 people, table, dais and text

জর্জিয়া ষ্টেট আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ খান রাসেলের সভাপতিত্বে ও জর্জিয়া মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায়,উক্ত অনুষ্ঠানে বক্দব্য দেন, জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি এম,মাওলা দিলু, আলী হোসেন,  জর্জিয়া মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ জামাল, লাল মিয়া, জর্জিয়া ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ প্রমুখ।

May be an image of 4 people and lighting

এরআগে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল এবং গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয় । পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জাতির পিতা বঙ্গবন্ধুসহ ৭৫’ এ নিহত সবার প্রতি,৩’ নভেম্বর জেল খানায় নিহত জাতীয় চার নেতা, বিশ্ব শান্তি,মুসলিম উম্মাহ্, বিশ্বের নির্যাতিত মানবতার শান্তি কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন জর্জিয়া মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রচার সম্পাদক সেতু চক্রবর্তী।

May be an image of 13 people and text that says 'আল্লাহ আল্লাহসরবশক্তিমান নতেম্মর জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা 3 দোয়া মাহফিল আয়োজনে:- জর্জিয়া স্টেট আওয়ামী লীগ 8 জজিয়া মহানগর আওয়ামীলীগ সার্বিক সহযোপাতার:- জজিয়া যুবলীগ, বুবলীণ,মেচ্ছাসবর লী,মহিলা জাওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সকল সহযোদী সং্গতন मराলा जरल মমাহসশিরিমান মল্লাर ময়্গবধু 群門 জর্জিয়া মহাদগার আওয়ামী লীগ D शघरवही জর্জিয়া স্টেট আওয়ামী লীগ যুক্তরষ্ট্র'

অনুষ্ঠান শুরুর প্রারম্ভে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ ৭৫’ এর ১৫’আগস্ট নিহত সবার স্মরণে ও ঐতিহাসিক ৩’ নমেম্বর জেল খানায় নিহত জাতিয় ৪ নেতাসহ  বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের সবার স্মৃতিতে গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় ।

May be an image of 11 people and table

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জর্জিয়া আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি সুরুজ মিয়া, জর্জিয়া মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কায়দুর জামান, জর্জিয়া মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজুল ইসলাম বাদল, আইন বিষয়ক সম্পাদক এমদাদুল ইসলাম, সদস্য আনোয়ার ফিরোজ, মুকুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা শেখ, নাজমুন নাহার, সেঁজুতি সেন প্রমুখ।

May be an image of 8 people, table and lighting

পরে অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

 

 

Facebook Comments Box

Posted ৪:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!